QuestionsCategory: Aquacultureছায়াযুক্ত স্থানে কি শিং ও মাগুর মিশ্রচাষ সম্ভব ?
Rabbi asked 5 years ago

চারদিকে কাঠের বেড়া, উপরে টিন এবং মাটির মেঝে এমন ঘরে শিং ও মাগুর চাষ করতে চাই । ঘরে প্রাকৃতিক আলো ও বাতাস থাকে সর্বদা কিন্তু রোদ থাকে না (শুধুমাত্র দিনের শেষে আধাঘন্টা ঘরে রোদ থাকে) । এখানে কি শিং ও মাগুর চাষ সম্ভব ?

ছায়াযুক্ত স্থানে কি শিং ও মাগুর মিশ্রচাষ সম্ভব ?
1 Answers
BdFISH Answer Team Staff answered 5 years ago

ছায়াযুক্তস্থানে শিং ও মাগুরের চাষ করা সম্ভব। তবে এর জন্য বাড়তি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। যেমন – খাবার ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ফিডের উপর নির্ভরশীল হবে। পানি এরিয়েশন আর পরিবর্তনের ব্যবস্থা থাকতে হবে।

Answer for ছায়াযুক্ত স্থানে কি শিং ও মাগুর মিশ্রচাষ সম্ভব ?