আমাদের দেশে তেলাপিয়া ও নাইলোটিকা উভয় মাছই তেলাপিয়া নামে বাজারে বিক্রি হতে দেখা যায় যদিও মাছদুটি আলাদা প্রজাতির অন্তর্ভূক্ত। তেলাপিয়া ও নাইলোটিকা উভয় মাছই Perciformes (Perch-likes) বর্গের এবং Cichlidae (Cichlids) গোত্রের অন্তর্ভূক্ত। তাদের গণও একই আর তাহল – Oreochromis।
তুলনামূলক চাপা বর্ণের তেলাপিয়ার বৈজ্ঞানিক নাম Oreochromis mossambicus যার ইংরেজি নাম Mozambique Tilapia আর বাংলায় মোজাম্বিক তেলাপিয়া সংক্ষেপে তেলাপিয়া।
অন্যদিকে উজ্জ্বল বর্ণের নাইলোটিকা মাছের বৈজ্ঞানিক নাম Oreochromis niloticus যার ইংরেজি নাম Nile Tilapia অথবা Nilotica (প্রজাতির নাম অনুসারে) বাংলায় নীল তেলাপিয়া বা নাইলোটিকা। নাইলোটিকা মাছের বেশ কয়েকটি ভ্যারাইটি দেখতে পাওয়া যায় যার মধ্যে অন্যতম হচ্ছে গিফট তেলাপিয়া (GIFT, Genetically Improved Farmed Tilapia)