QuestionsCategory: Fisheries Managementনদীতে বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষের জন্য কোন কোন দপ্তরের অনুমতির প্রয়োজন?
খান হাবিব asked 5 years ago
নদীতে বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষের জন্য কোন কোন দপ্তরের অনুমতির প্রয়োজন?
1 Answers
BdFISH Answer Team Staff answered 5 years ago

নদীতে বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর হতে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। এ সংক্রান্ত উপজেলা কমিটি ও জেলা কমিটির অনুমোদন পেলে নির্ধারিত ফি প্রদানপূর্বক উপজেলা কমিটি ও আবেদনকারীর মধ্যে ৩ বছর মেয়াদী যুক্তি স্বাক্ষরের মাধ্যমে মাছচাষ করা যাবে।

Answer for নদীতে বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষের জন্য কোন কোন দপ্তরের অনুমতির প্রয়োজন?