1 Answers
পলিকালচার:
কোন একক জলাশয়ে একই সময়ে একাধিক প্রজাতির মাছ একত্রে চাষ করাকে পলিকালচার বলে। যেমন- রুই জাতীয় মাছ যেমন- রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প ইত্যাদির একত্রে চাষ।
মনোকালচার:
কোন একক জলাশয়ে একই সময়ে কেবলমাত্র একটি প্রজাতির মাছের (পুরুষ ও স্ত্রী) চাষ করাকে মনোকালচার বলে। যেমন- তেলাপিয়া চাষ, পাঙ্গাস চাষ, কই চাষ, শিং চাষ ইত্যাদি ।
মনোসেক্সকালচার:
কোন একক জলাশয়ে একই সময়ে কেবলমাত্র কোন একটি প্রজাতির যে কোন একটি লিঙ্গের (পুরুষ অথবা স্ত্রী) মাছের চাষ করাকে মনোকালচার বলে। যেমন- পুরুষ তেলাপিয়ার চাষ।
Answer for পলিকালচার, মনোকালচার, মনোসেক্সকালচার বলতে কী বোঝায়?