আমি একজন মাছ চাষি পাঙ্গাস মাছের রেনু উৎপাদনের ক্ষেত্রে হ্যাচারী থেকে বলে দেয় রেনু ছাড়ার পর দৈনিক ২/৩ বার পুকুরে মই টানতে, মই টানলে নাকি ভাল উৎপাদন পাওয়া যাবে। আমি বিগত ২/৩ বছর চেষ্টা করেও আশানুরুপ কোন ফল পাইনি । তাই পাঙ্গাস মাছের রেনু থেকে পোনা উৎপাদনের উল্লেখযোগ্য বিষয় গুলি কি জানতে পারি কি ?
পাঙ্গাস মাছের রেণু থেকে পোনা উৎপাদনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারি কি?