QuestionsCategory: Aquacultureপাবদা – গুলশার খাদ্যের পরিমান জানতে চাই?
Debashis Biswas asked 5 years ago
পাবদা – গুলশার খাদ্যের পরিমান জানতে চাই?
1 Answers
BdFISH Answer Team Staff answered 5 years ago

পুকুরে সম্পুরক খাদ্য সরবরাহঃ পুকুরে গুলশা ও কার্পের মিশ্র চাষের ক্ষেত্রে সম্পূরক খাদ্যের উপাদান ও মিশ্রণের শতকরা পরিমাণ নিম্নে উল্লেখ করা হলো-
খাদ্য উপাদান     মিশ্রণের হার (শতকরা )
চালের মিহি কুড়া   ৪০%
গমের ভুসি         ২০%
সরিষার খৈল       ২০%
ফিশমিল           ২০%
মোট              ১০০%
 

  • ১০-১২ ঘণ্টা ভিজানো সরিষার খৈলের সাথে শুকনো গমের ভুসি বা চালের মিহি কুঁড়া মিশিয়ে গোলাকার বল তৈরি করে নিতে হবে।
  • এরপর পুকুরে মজুদকৃত মাছের মোট ওজনের ৫-৩ % হারে পুকুরে দৈনিক খাবার সরবরাহ করতে হবে।
  • শীতকালে পুকুরে খাবারের পরিমাণ শতকরা ১-২ ভাগ হারে প্রয়োগ করতে হবে।
  • বরাদ্দকৃত খাবার দিনে ২ বার প্রয়োগ করা উত্তম।
  • মাসিক নমুনায়নের মাধ্যমে খাবারের পরিমাণ নির্ধারণ করে নিতে হবে।
  • এছাড়াও প্রতিষ্ঠিত কোম্পানীর বাণিজ্যিক পিলেট খাবারও পুকুরে মাছের জন্য সরবরাহ করা যেতে পারে।
Answer for পাবদা – গুলশার খাদ্যের পরিমান জানতে চাই?