1 Answers
সাধারণত পুকুরের পানিতে প্রকৃতিক খাদ্য থাকলে পানির বর্ণ সবুজ হয়ে থাকে। সেক্কি ডিক্সের মাধ্যমে পানিতে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ পরিমাপ করা যায়। যেমন রৌদ্রোজ্জ্বল দিনে দুপুর বেলায় ডেক্কি ডিক্স পানিতে ১০ ইঞ্চি পরিমাণ ডুবানোর পর চাকতিটি দেখা না গেলে বুঝতে হবে পানিতে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার আছে। আর দেখা গেলে বুঝতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য নেই।
পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার থাকলে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে আর না থাকলে প্রয়োগ অব্যাহত রাখতে হবে।
Answer for পুকুরের পানির প্রাকৃতিক খাদ্যের পরিমাণ নির্ণয়ের সঠিক উপায় কী?