QuestionsCategory: Aquacultureপুকুরে মজুদকৃত মাছের সঠিক ওজন জানার উপায় কী?
Anonymous asked 9 years ago
পুকুরে মজুদকৃত মাছের সঠিক ওজন জানার উপায় কী?
1 Answers
Anonymous answered 9 years ago

নমুনা সংগ্রহের মাধ্যমে মাছের গড় ওজন নির্ণয়ের মাধ্যমে মজুদকৃত মাছের ওজন সঠিকভাবে জানা যায়। 
পুকুরের যে পরিমাণ মাছ মজুদ করা হয়েছে (প্রত্যেক প্রজাতি হতে) তার কমপক্ষে ১০% মাছ জাল দ্বারা ধরে ওজন করে প্রত্যেক প্রজাতির মাছের গড় ওজন নির্ণয় করতে হবে। মজুদকৃত মাছের ৯০% জীবিত ধরে প্রত্যেক প্রজাতির মাছের মোট সংখ্যার সাথে গড় ওজন গুণ করে মাছের প্রজাতি ভিত্তিক মাছের ওজন বের করতে হবে। এইভাবে প্রত্যেক প্রজাতির মাছের ওজন বের করে সকল প্রজাতির মাছের ওজন যোগ করে মাছের মোট ওজন নির্ণয় করা যায়।

Answer for পুকুরে মজুদকৃত মাছের সঠিক ওজন জানার উপায় কী?