QuestionsCategory: Fisheries Careerবাংলাদেশে কোথায় এমএস ইন একুয়াকালচার কোর্স করার সুযোগ আছে?
Anonymous asked 11 years ago
বাংলাদেশে কোথায় এমএস ইন একুয়াকালচার কোর্স করার সুযোগ আছে?
1 Answers
Anonymous answered 11 years ago

বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে ফিশারীজে অনার্স কোর্স করার সুযোগ আছে। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই এম এস ইন এ্যাকুয়াকালচার, এমএস ইন ফিশারীজ, এম এস ইন ফিশারীজ ম্যানেজমেন্ট, এমএস ইন ফিশারীজ টেকনোলোজী ইত্যাদি করার যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের তালিকা: BAU, BSMRAU, CU, CVASU, DU, HSTU, JUST, KU, NSTU, PSTU, RU ও SAU। এসব বিশ্ববিদ্যালয়ের ওয়েসসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

Answer for বাংলাদেশে কোথায় এমএস ইন একুয়াকালচার কোর্স করার সুযোগ আছে?