QuestionsCategory: Fisheries Managementবাংলাদেশে মৎস্য প্রজাতি হ্রাসের প্রধান কারণ কী?
MA Bari asked 11 years ago
বাংলাদেশে মৎস্য প্রজাতি হ্রাসের প্রধান কারণ কী?
2 Answers
Anonymous answered 11 years ago

বাংলাদেশে মৎস্য প্রজাতি হ্রাসের প্রধান কারণ: ১। মাছের আবাস্থল ধ্বংস। যেমন- নদী, বিল, হাওর আজা মৃত বা মৃতপ্রায় ২। মাছের প্রজননস্থল ধ্বংস। যেমন- ছোট মাছের প্রধান প্রজননস্থল প্লাবনভূমি যেখানে জলজ উদ্ভিদের উপস্থিতি রয়েছে। বর্ষায় প্লাবনভূমিতে আজ আর ধান উৎপাদন করা হয়না ফলে জলজ উদ্ভিদে পরিপূর্ণ প্লাবনভূমি হারিয়ে গেছে বললেই চলে ৩। বাংলাদেশে বর্ষার গতিপ্রকৃতি পরিবর্তন। অধিকাংশ মাছ বর্ষায় প্রজনন করে। বর্তমানে বর্ষায় প্লবনভূমিতে খুব কম সময়ের জন্য পানি থাকে যা মাছের প্রজনন ও বেড়ে ওঠার জন্য যথেষ্ঠ নয়।

Answer for বাংলাদেশে মৎস্য প্রজাতি হ্রাসের প্রধান কারণ কী?
Anonymous answered 11 years ago

মাছের আবাসস্থল ধ্বংস

Answer for বাংলাদেশে মৎস্য প্রজাতি হ্রাসের প্রধান কারণ কী?