QuestionsCategory: Aquacultureমাছের খাদ্য পরিমাপ সম্বন্ধে জানতে চাই
Anonymous asked 10 years ago

“প্লান্ট অরিজিন ফিশ ফিড”, সাইট টি জন্য আপনাদের ধন্যবাদ, এটা বেশ হাতে কলমে/কৃষক বন্ধুর মত। আমি এরকম আরেকটি সহজ চার্ট চাচ্ছি যা সাধারন চাষিরাও সহজে বিষয়টা ব্যাবহার করতে পারবেন। 
সেটা হল কি রকম সাইজে-কত সংখ্যায়-কি পরিমাণ খাবার দেব। যেমনঃ 
১. ৪০ শতক পুকুরে ২০০ টি ২৫০ গ্রাম ওজনের রুই মৃগেলের খৈল কতটুক দেব
২. ৪০ শতক পুকুরে ২০০ টি ২৫০ গ্রাম ওজনের সিল্ভার কার্পের জন্য খৈল কতটুক দেব
৩. ৪০ শতক পুকুরে ২০০ টি ২৫০ গ্রাম ওজনের কারপিও এর জন্য খৈল কতটুক দেব
এরকম
ওই % এর হিসাব টা সবার জন্য ধরাটা একটু কঠিন। যেমন আমি নিজেই ভাল বুঝি না।
যদি আমরা এ রকম একটা চার্ট পেতাম তাহলে বেপারটা মনে হয় অনেক  সহজ হত।
 
আশা করি আমরা এটা পাব।
 
ধন্যবাদ
কমল, নেত্রকোনা 

মাছের খাদ্য পরিমাপ সম্বন্ধে জানতে চাই