QuestionsCategory: Fishingমাছের বৃদ্ধি।
Anonymous asked 11 years ago

আমার পকুরে কিছু রুই এবং কাতল এর পোনামাছ দিয়।২ বছর আগে।সেই মাছগুলোর ওজন খুব অল্প বেড়েছে।আগে পকুরে তেলাপিয়া এবং পাংগাস মাছ তুলে ছিল।তা এখন তুলে ফেলেছি।আগে পকুরে অনিয়মিত ভাবে খাদ্য দিতাম এবং পকুরে শতাংশ হিসেবে মাছের পরিমানও ঠিক আছে।এখন নিয়মিত ভাবে খাদ্য প্রদান করব।মাছের বৃদ্ধির জন্য কি করতে পারি।

মাছের বৃদ্ধি।