1 Answers
হ্যাঁ মাছ জোঁক দ্বারা আক্রান্ত হতে পারে। সাধারণত বাটামাছ ও মাগুর মাছ জোঁক দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তবে মাঝে মধ্যে অন্যান্য বড় মাছেও আক্রান্ত হতে পারে।
স্বল্প পিএইচ এর পানিতে (অম্লপানিতে) তলায় বিচরণকারী মাছসমূহের গায়ে জোঁকের প্রাদুর্ভাব দেখা দেয়। জোঁকগুলো ত্বক থেকে দেহের রস শোষণ করতে গিয়ে ক্ষত সৃষ্টি করে, যাতে পরবর্তীতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্বারা মাছ আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।
প্রতি শতাংশ জলাশয়ে ১ কেজি হারে চুন প্রয়োগ করে জোঁকের হাত থেকে বাঁচা যায়। এছাড়া পুকুর প্রস্তুতকালে একই হারে চুন প্রয়োগ করলে পরবর্তী মৌসুমে সাধারণত জোঁকের প্রাদুর্ভাব থাকে না।
Answer for মাছ কি জোঁক দ্বারা আক্রান্ত হতে পারে? হলে করণীয় কী?