স্বাদুপানির মাছ পানি পান করে না। তবে তারা ত্বক ও ফুলকার মাধ্যমে পানি শোষণ করে। অন্যদিকে সামুদ্রিক তথা নোনাজলের মাছ সক্রিয়ভাবে পানি পান করে। যে সব মাছ স্বাদুপানি থেকে সমুদ্রে বা সমুদ্র থেকে স্বাদুপানিতে অভিপ্রয়াণ করে তাদের পানি পানের বিষয়টি নির্ভর করে তাদের চারপাশের পানির লবণাক্ততার উপর। অর্থাৎ স্বাদুপানিতে অবস্থানকালীন সময়ে তারা সক্রিয়ভাবে পানি পান করে না কিন্তু নোনাজলে অবস্থানকালে পানি পান করে থাকে। যেমন- আমাদের দেশের ইলিশ সমুদ্রে থাকা অবস্থায় পানি পান করে কিন্তু অভিপ্রয়াণ করে স্বাদু পানিতে আসার পর পানি পান করে না। অভিপ্রয়াণ শেষে সমুদ্রে ফিরে গেলে আবার পানি পান করে থাকে। অন্যদিকে ইল জাতীয় মাছ স্বাদুপানিতে থাকাকালীন সময়ে পানি পান করে না। কিন্তু অভিপ্রয়াণ করে সমুদ্রে যাওয়ার পর যতদিন সমুদ্রে থাকে ততদিন পানি পান করে থাকে।
1 Answers
Best Answer
Answer for মাছ কি পানি পান করে?