1 Answers
শীতকালে অর্থাৎ শীতল পরিবেশে সাধারণত শীতল রক্ত বিশিষ্ট প্রাণীরা (Poikilothermic or Ectothermic or Cold blooded animal) নিষ্ক্রিয় জীবন যাপন করে থাকে যাকে শীতনিদ্রা (Hibernation) বলে। এই সংজ্ঞা অনুসারে প্রকৃতপক্ষে মাছেরা শীতনিদ্রায় যায় না। তবে শীতলজলের অনেক মাছ আটলান্টিক কড, হাঙ্গর ইত্যাদি) কিছু সময়ের জন্য (সারা শীতকাল জুড়ে নয়) তাদের বিপাকক্রিয়া, শ্বসন ও রক্তসঞ্চালন, খাদ্যগ্রহণ, নড়াচড়া কমিয়ে দেয়। এবিষয়টিকে বিজ্ঞানীরা শীতনিদ্রার পরিবর্তে সুপ্তাবস্থা (Dormancy) হিসেবেই বিবেচনা করে থাকেন। আর আমাদের দেশের মত উষ্ণজলের মাছেরা শীতনিদ্রা তো নয়ই এমনটি সুপ্তাবস্থায়ও (Dormancy) যায় না।
Answer for মাছ কি শীতনিদ্রায় যায়?