আমি মুলত একটি পুকুরে রুই জাতীয় মাছের মিশ্র চাষ করছি। আমার পুকরের পাশে আর একটি পুকুরে মাগুর, শিং ও পাবু মাছের চাষ করছে। পাশের পুকরে সব মাছ রোগে আক্রান্ত হয়েছে, মারাও যাচ্ছে দিনে ১০০-২০০ এর মত কিন্তু দুরভাগ্য ক্রমে সেই পুকুরের মাছ ইঁদুরের গর্ত দিয়ে আমার পুকুরে এসেছে। তারপর থেকে আমার পুকুরে মাছ আস্তে আস্তে মারা যাচ্ছে। এখন আমি কি ব্যাবহার করলে এর সমাধান পাবো। এর একটা সমাধান জরুরি চাচ্ছি।
রুই জাতীয় মাছ ও শিং-মাগুর মাছের মিশ্রচাষের পুকরে মাগুর মাছ মরে-পঁচে পানির উপরে ভাসছে। এর প্রতিকার কী?