আমার ফিশারি প্রায় ১৫,০০০ শতকের যাতে আমি ৪/৫/৬ ইঞ্চি আকারের সিলভার, বিগহেড ও সামান্য পরিমাণে অন্যান্য রুইজাতীয় মাছের মোট ২,২০,০০০ টি পোনা দিয়েছি। বর্তমানে ৫০ ব্যাগ সার প্রয়োগের পর থেকে প্রতিদিন ১,৫০০ টি করে পোনা মারা যাচ্ছে। এর প্রতিকার কী?
সার প্রয়োগের পর থেকে মাছ মারা যাচ্ছে, সমাধান কী?