QuestionsCategory: Aquacultureসূর্যালোক মাছের উৎপাদনে কিভাবে প্রভাব ফেলে?
Anonymous asked 9 years ago
সূর্যালোক মাছের উৎপাদনে কিভাবে প্রভাব ফেলে?
1 Answers
Anonymous answered 9 years ago

সূর্যালোকের ওপর পুকুরের প্রাথমিক উৎপাদশীলতা তথা উদ্ভিদ-প্ল্যাংঙ্কটনের উৎপাদন নির্ভর করে। পুকুরের পানিতে আলোর প্রবেশ বিভিন্নভাবে বাধাগ্রস্থ হতে পারে। যথা- পুকুর পাড়ে বড় গাছপালা, পানির ঘোলাত্ব, জলজ আগাছা ইত্যাদি। পুকুর পাড়ে বড় গাছ থাকলে ডালপালা কেটে দিয়ে পানিতে সূর্যালোক প্রবেশের ব্যবস্থা করতে হবে। পুকুরের পানি ঘোলা হলে আলো প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, ফলে প্ল্যাঙ্কটনের উৎপাদন উপরিভাগের সামান্য স্তরব্যাপী সীমাবদ্ধ থাকে। বিভিন্ন ধরনের ভাসমান আগাছাও পানিতে সূর্যালোক প্রবেশে বাধার সৃষ্টি করে। এগুলো সরিয়ে ফেলতে হবে। পুকুরের পানিতে আলো প্রবেশ বাধাগ্রস্ত হলে উদ্ভিদ-প্ল্যাঙ্কটনের উৎপাদন কম হয়। ফলে মাছের উৎপাদনও কমে যায়।
তথ্যসূত্র: DoF

Answer for সূর্যালোক মাছের উৎপাদনে কিভাবে প্রভাব ফেলে?