QuestionsCategory: Aquacultureপুকুরের মাটির পুষ্টিমান ও পিএইচ এর সাথে এর উৎপাদনশীলতা বা মাছ উৎপাদনের কোন সম্পর্ক আছে কি?
Anonymous asked 9 years ago
পুকুরের মাটির পুষ্টিমান ও পিএইচ এর সাথে এর উৎপাদনশীলতা বা মাছ উৎপাদনের কোন সম্পর্ক আছে কি?
1 Answers
Best Answer
Anonymous answered 9 years ago

সুষ্ঠুভাবে মাছ চাষ ব্যবস্থাপনায় পুকুর তৈরির জন্য দোঁআশ ও বেলে-দোঁআশ মাটি সবচেয়ে ভাল। এ ধরনের মাটি সহজে পানি ধারণ করে রাখতে পারে। মাটির পিএইচ (pH)-এর মাত্রা ৫.০ এর উপরে থাকা সমীচীন। মাটিতে বিদ্যমান পুষ্টি পদার্থ ও পিএইচ-এর ওপর ভিত্তি করে মাটিকে সাধারণতঃ ৩ ভাগে ভাগ করা যায়। যেমন- উচ্চ উৎপাদনশীল, মধ্যম উৎপাদনশীল ও নিম্ন উৎপাদনশীল।
পুকুরের মাটির উৎপাদনশীলতার শ্রেণী অনুসারে মাটির পিএইচ ও পুষ্টিমান নিচের সারণীতে দেয়া হল।

উৎপাদনশীলতার শ্রেণী পিএইচ মাত্রা পুষ্টি উপাদানের মাত্রা (মিগ্রা/কিলো)
নাইট্রোজেন ফসফরাস কার্বন
উচ্চ ৭.৫-৬.৫ >৫০ ৬-১২ >১.৫
মধ্যম ৬.৫-৫.৫ ২৫-৪৯ ৩-৫ >০.৫-১.৪
নিম্ন <৫.৫ <২৫ <৩ <০.৫

প্রাকৃতিক উৎপাদনশীলতা কম হলেও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক মাছ চাষের জন্য পুকুরকে উপযোগি করে তোলা যায়। এক্ষেত্রে খরচ কিছুটা বেশি পড়ে।

তথ্যসূত্র: DoF

Answer for পুকুরের মাটির পুষ্টিমান ও পিএইচ এর সাথে এর উৎপাদনশীলতা বা মাছ উৎপাদনের কোন সম্পর্ক আছে কি?