পুকুরের আয়তন বা মাছ আহরণের পরিমাণের ওপর ভিত্তি করেই আহরণ পদ্ধতি ও আহরণ সরঞ্জাম নির্বাচন করা যায়। মাছ প্রধানত তিন ভাবে/সরঞ্জাম দিয়ে আহরণ করা যায়ঃ
- বেড় জালঃ যদি পুকুরের আয়তন বড় হয় এবং বেশি পরিমাণ মাছ বাজারজাত করতে হয় তাহলে বেড় জাল ব্যবহার করায় উত্তম। এক্ষেত্রে বেড় জালের ফাঁসের আকার ১/৪ ইঞ্চি হওয়া উচিত। জালের প্রস্থ পানির গভীরতার দ্বিগুণ এবং পুকুরের দৈর্ঘ্যের দেড়গুণ হওয়া প্রয়োজন।
- ঝাঁকি জালঃ যদি কম পরিমাণ মাছ ধরতে হয় তাহলে ঝাঁকি জাল দ্বারা মাছ ধরা উচিত। মাছ ধরার ১০-১৫ মিনিট আগে কিছু খাবার দিলে মাছ ধরা সহজ হয়।
- পানি সেচ/নিষ্কাশনঃ বিশেষ করে সম্পূর্ণ আহরণের ক্ষেত্রে এ পদ্ধতি অত্যন্ত কার্যকর। কৈ মাছ আহরণের সময় প্রাথমিকভাবে বেড় জাল দিয়ে অধিকাংশ মাছ ধরার পর, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সম্পূর্ণ মাছ ধরতে হবে। পুকুর সেচে সম্পূর্ণ মাছ সহজে ধরার জন্য পুকুর প্রস্ত্ততের সময় পুকুরের এক দিকে ঢালু এবং মাঝ বরাবর পরিখা খনন করে রাখা উত্তম।
তথ্যসূত্র: DoF
Answer for কৈ মাছ আহরণের সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি?