নমুনাকরণের মাধ্যমে পুকুরের মোট মাছের জীবভর (Biomass) হিসাব করে খাদ্য প্রয়োগের পরিমাণ নির্ধারণ করতে হবে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে একটি ঝাঁকি জাল ব্যবহার করা যেতে পারে এবং মজুদ ঘনত্বের ৫-১০% মাছের নমুনা সংগ্রহ করা উত্তম। ধৃত মাছের গড় ওজন বের করে এবং মাছের বাঁচার হার ৯০% ধরে মোট জীবভর নির্ণয় করতে হবে। শিং ও মাগুর মাছ চাষের ক্ষেত্রে দৈনিক প্রয়োজনীয় খাবার সমান তিনভাগে করে সকাল, দুপুর ও বিকালে প্রয়োগ করতে হবে। মাছের আকার ৩০ গ্রাম হলে মোট খাদ্যকে দুই ভাগ করে সকাল ও বিকালে প্রয়োগ করতে হবে। প্রতি ১৫ দিন অন্তর মাছের নমুনায়ন করে মাছের জীবভর পরিমাপ করে খাদ্য সমন্বয় করতে হবে। তথ্যসূত্র: DoF
যেমন একটি পুকুরে ১০০০টি পোনা মজুদ করা থাকলে এর ৫-১০% অর্থাৎ ৫০-১০০টি মাছ জাল ব্যবহার করে ধরে ওজন নিয়ে ছেড়ে দিতে হবে। এবার রেকর্ডকৃত ওজনের গড় করতে হবে। ধরি প্রতিটি মাছের গড় ওজন পাওয়া গেল ৫০ গ্রাম। অন্যদিকে মোট মাছের ৯০% জীবিত ধরে মোট জীবিত মাছের সংখ্যা হয় ১০০০টির ৯০% অর্থাৎ ৯০০টি।
তাহলে মোট মাছের ওজন হয় ৯০০ x ৫০ গ্রাম = ৪৫০০ গ্রাম।
সম্পূরক খাদ্য প্রয়োগের হার মাছের ওজনের ৫% হলে খাদ্য প্রয়োজন হয়
১০০০ গ্রাম মাছের জন্য খাদ্য দরকার ৫০ গ্রাম
১ গ্রাম মাছের জন্য খাদ্য দরকার ৫০/১০০০ গ্রাম
৪৫০০ গ্রাম মাছের জন্য খাদ্য দরকার ৫০/১০০০*৪৫০০০ = ২২৫ গ্রাম।
যা দিনে দুই বা তিন বারে ভাগ করে প্রয়োগ করা যেতে পারে।

Answer for সম্পূরক খাদ্য প্রয়োগের পরিমাণ নির্ধারণে আমি কিভাবে মাছের নমুনায়ন করতে পারি?