মৎস্য অভয়াশ্রম স্থাপনে বিবেচ্য বিষয়সমূহ

  • মাছ ও অন্যান্য জলজ জীবের ভাল আবাসস্থল তথা স্বাচ্ছন্দময় পরিবেশ;
  • সারা বছর পানি থাকে এমন জলাশয় বা জলাশয়ের অংশ বিশেষ;
  • জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের উপস্থিতি;
  • জলাশয়ে লক্ষ্য বা মূখ্য প্রজাতির প্রাচুর্যতা;
  • জলাশয়ে বিলপ্তপ্রায় প্রজাতির পুনঃআবির্ভাবের সম্ভাবনা;
  • জলাশয়টি কম জনবসতি ও কম কর্মতৎপর স্থানে হওয়া উচিত;
  • জলাশয়টি দূষণমুক্ত এলাকায় হতে হবে।

 
তথ্যসূত্র: DoF, Bangaldesh

Answer for মৎস্য অভয়াশ্রম স্থাপনে বিবেচ্য বিষয়সমূহ কি কি?