দূর্যোগ ব্যবস্থাপনার মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসসমূহ এর দায়িত্ব ও কর্তব্যসমূহ কি?
 
স্বাভাবিক সময়ে মাঠ পর্যায়ে মৎস্য অধিদ্প্তরের করণীয়

  • প্রতি বৎস্য ঘূর্ণিঝড়/ বন্যা মৌসুম শুরু হওয়ার পূর্বেই ঘূর্ণিঝড়/ বন্যাপ্রৃবণ এলাকার মাছ ধরার নৌকাসমূহ, ট্রলার, ফিশিং গিয়ার, মাছ ধরার কারিগরি যন্ত্রপাতি, মৎস্য পোনা ও মৎস্য পালন ষ্টক এবং মৎস্য আবাদসমূহের নিরাপত্তা ও সুরক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসারগণ কর্তৃক কৃষক এবং মৎস্য চাষীদের সজাগ করিবে।
  • অধীনস্থ অফিসসমূহ, সিপিপি মৎস্য চাষী এবং মৎস্যজীবি প্রতিনিধি প্রভৃতির সহিত পরিবদপ্তরের গৃহীত নিজস্ব পরিকল্পনা অনুসারে প্রস্ত্ততির অবস্থা পরীক্ষা করিবে।
  • দূর্যোগ চলাকালীন সময়ে মাছ ধরার নৌকাসমূহ, ট্রলারসমূহ এবং ফিশিং গিয়ারসমূহ, পর্যাপ্ত নিরাপত্তার সাথে রাখার জন্য স্থায়ীভাবে নিরাপদ স্থান চিহ্নিত করিবে।
  • ফিশিং লাইসেন্স প্রদানের পূর্বে প্রতি&&ট ট্রলারে ওয়ারলেস ও রেডিও সেট থাকার বিষয় নিশ্চিত করিবে।
  • উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বঙ্গোপসাগরে মৎস্য শিকাররত নৌকাসমূহ/ট্রলারসমূহে রেডিও রিসিভিং সেট ও ট্রলার / নৌকায় উপস্থিত প্রত্যেক ব্যক্তির জন্য লাইফ জ্যাকেট রাখা নিশ্চিত করিবে।
  • দূর্যোগপ্রবণ এলাকাসমূহের সরকারি ও বেসরকারি মৎস্য বিষয়ক সম্পদসসমূহের নবায়নকৃত তালিকা প্রণয়ন ও সংরক্ষণ করিবে।
  • দূর্যোগপ্রবণ এলকাসমূহের মৎস্যজীবি জনসংখ্য, মৎস্যচাষী ও মৎস্যচাষ ক্ষেত্রসমূহের জরিপ ও উপাক্ত সংরক্ষণ করিবে এবং নির্দিষ্ট সময়ের পর পর তাহা হাল-নাগাদ করিবে।
  • সংশ্লিষ্ট এলাকায় মাছ ধরার নৌকাসমূহ, ট্রলারসমূহ এবং সমুদ্রগামী জাহাজসমূহের মালিকা/চালকের ঠিকানাসহ তালিকা সংরক্ষণ করিবে।
  • সামুদ্রিক জলোচ্ছাসজনিত আঘাতের কারণে লবণাক্ত পানির প্রবেশ রোধে করিবার জন্য সংশ্লিষ্ট এলাকার বাঁধ ও স্লুইচগেটসমূহের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করিবার উদ্দেশ্যে বাংলাদেশ পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তাদের সহিত সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করিবে।
  • স্লুইচগেটসমূহের যথাযথ পরিচালনা নিশ্চিত করিতে হইবে।
  • প্রয়োজনের সময় সিপিপি এর সহিত সমন্বয়ের মাধ্যমে পুকুরসমূহ হইতে লবণাক্ত পানি বাহির করিয়া দেওয়ার কাজে শক্তিচালিত নলকূপের লভ্যতা সম্পর্কে স্থানীয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তাগণের সহিত সমন্বয় করিবে।
  • ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্ত্ততি ও পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরুপণ এবং পুনর্বাসন সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করিবে।

 
দূর্যোগ পর্যায়ে মাঠ পর্যায়ে মৎস্য অধিদ্প্তরের করণীয়ঃ

  • ত্রাণ ও পুনর্বাসন কাজ এবং উদ্ধার অভিযানের জন্য সমুদ্রগামী জাহাজ রিকু্ইজিশন করার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করিবে (ঘূর্ণিঝড় দূর্যোগকালীন সময়)।
  • নিয়ন্ত্রণ কক্ষ চালু করিবে এবং স্থানীয় দূর্যোগ ব্যবস্থা কমিটিতে যোগাযোগ কর্মকর্তা প্রেরণ করিবে।

 
পুনর্বাসন সময়ে মাঠ পর্যায়ে মৎস্য অধিদ্প্তরের করণীয় ঃ

  • সরকারি ও ব্যক্তিমালিকানাধীন মৎস্য সম্পদ খাতে ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য অবিলম্বে জরীপ কার্যের ব্যবস্থা করা এবং এই খাতের জন্য অভিলম্বে দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন করিবে ও তাহা যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করিবে।
  • স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহিত সমন্বয়পূর্বক, সমন্বয় হইলে,সরকারি ও ব্যক্তিমালিকানাধীন খাতের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক শক্তিচালিত পাম্প আমাদানী করিবে।
  • মৎস্য উন্নয়ন খাতে অবিলম্বে দীর্ঘ মেয়াদী ত্রাণ ও পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করিবে এবং কাজের অগ্রগতির বিষয়ে উচ্চ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পেশ করিবে।
  • ক্ষতিগ্রস্ত পুকুর মৎস্যচাষীদের পুনর্বাসনের জন্য অনুপ্রাণিত এবং সহায়তা প্রদান করিবে।
  • স্থানীয় প্রশাসনকে ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা প্রদান করিবে।
  • মৎস্যজীবি/ মৎস্যচাষীদের জন্য মৎস্য চাষ ঋণের ব্যবস্থা করিবে।

 
 তথ্যসূত্র: DoF, Bangladesh

Answer for দূর্যোগ ব্যবস্থাপনার মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসসমূহ এর দায়িত্ব ও কর্তব্যসমূহ কি?