কুমির চাষ করতে চাইলে প্রথমেই কুমিরের জীবতত্ত্ব ভালভাবে জানা থাকা প্রয়োজন। একাডেমিক ওয়েবসাইট থেকে কুমিরের জীবতত্ত্ব জানা সম্ভব। তবে হাতে কলমে জানতে হলে সফল এক বা একাধিক কুমির ফার্মে অবস্থান করে বাস্তব জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন।
Answer for আমি টাঙ্গাইলে একটি কুমিরের ফার্ম করতে আগ্রহী। কিভাবে শুরু করবো?