উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও এর দায়িত্ব-কর্তব্য
 

  • ১) উপজেলা নির্বাহী অফিসার – সভাপতি
  • ২) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ – সদস্য
  • ৩) উপজেলা পর্যায়ের সংর্শ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ – সদস্য
  • ৪) মহিলা প্রতিনিধি – সদস্য
  • ৫) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রতিনিধি – সদস্য
  • ৬) ঘূর্ণিঝড় প্রস্ত্ততি কর্মসূচির (সিপিপি) প্রতিনিধি – সদস্য
  • ৭) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি – সদস্য
  • ৮) এনজিওএর প্রতিনিধি – সদস্য
  • ৯) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা – সদস্য-সচিব

 
স্থানীয় পরিস্থিতি ও বিশেষ অবস্থার প্রেক্ষিতে কমিটির সভাপতি প্রয়োজনবোধে আরো সদস্য কো-অপ্ট করতে পারবেন। এ কমিটি প্রতি ২ মাস পর পর সভায় মিলিত হবে। আপদকালীন সময় প্রত্যহ একবার এবং অবস্থার কিছু উন্নতি হলে প্রতি সপ্তাহে ২ বার সভায় মিলিত হবে।
 
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হবেঃ

  • ব্যাপক ভিত্তিক ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন, সক্রিয়করণ, প্রয়োজনীয় নির্দেশনা ও তথ্য প্রাপ্তির এবং প্রাপ্য প্রশিক্ষণ সুবিধাদি হতে উপকার আহরণ নিশ্চিতকরণ;
  • সতর্কতা বর্দ্ধন, দূর্যোগের ঝুঁকি হ্রাসকরণ, নিশ্চিতকরণ, নিশ্চিত কার্যকর বেঁচে থাকার উপায়গুলি জ্ঞাত করানো বিষয় নিশ্চতকরণ;
  • স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দূর্যোগের ঝুঁকি এবং উহা কমানোর সম্ভাবনার বিষয় পূর্ণভাবে বিবেচিত হয়েছে কি-না, তা নিশ্চিতকরণ;
  • নিম্নোক্ত বিষয়সহ আসন্ন বিপদ সংক্রান্ত সতর্ক বার্তার প্রেক্ষিতে উপজেলা কর্তৃপক্ষ ও স্থ্যান         
  • দূর্যোগ ব্যবস্থাপনা ব্যূরোকে অবহিত করে নিয়মিত দূর্যোগ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন
  • নিম্নোক্ত বিষয়সহ আসন্ন বিপদ সংক্রান্ত সতর্ক বার্তার প্রেক্ষিতে উপজেলা কর্তৃপক্ষ ও স্থানীয় সংস্থাসমূহ যে কার্যকরভাবে ও দক্ষতার সাথে দূর্যোগ মোকাবেলার প্রস্ত্তত ও ক্ষমতা সম্পন্ন সে লক্ষ্যে দুর্যোগ কর্ম পরিকল্পনা প্রণয়নঃ
  • ঘূর্ণিঝড় ও বন্যা সংক্রান্ত পুর্বাভাস অতিদ্রুত ও কার্যকরভাবে উপজেলা সকল কর্মকর্তা, সংশ্লিৃষ্ট ব্যক্তিবর্গ/ প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পর্যায়ে এতদবিষয়ে দায়িত্ব প্রাপ্তদের কাছে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ;
  • প্রয়োজনীয় মূহুর্তে উপজেলা সদরের জনসাধারণকে অপসারণের জন্য নির্দিৃষ্ট আশ্রয় কেন্দ্র/ আশ্রয়স্থল নির্ধারণ ও আশ্রয়কেন্দ্রের বিভিন্ন সেবা কাজ পরিালনার জন্য বিভিন্ন সেবা কাজ পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান;
  • আশ্রয়কেন্দ্র / আশ্রয়স্থলসমূহে পাত্র ভরে পানি সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংস্থানের ব্যবস্থাকরণ এবং ইউনিয়ন ব্যবসস্থাপনা কমিটির সাথে যোগাযোগে ইউনিয়ন পর্যায়ে অবস্থিত আশ্রয়কেন্দ্রসমূহে একই ধরণের সেবা ও সুবিধাদি নিশ্চিতকরণ;
  • ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রাথমিক ত্রাণ ও উদ্ধার কার্যে সহায়তার জন্য জেলা সদর ও ইউনিয়নসমূহের সঙ্গে যোগাযোগ স্থাপন ও উহা সংরক্ষণের /পুন:স্থাপনের ব্যবস্থাসম্বলিত আনসঙ্গিক পরিকল্পনা প্রণয়ন।
  • জেলা ও ইউনিয়ন কর্তৃপক্ষের সহায়তায় মাঝে মাঝে উপজেলার অভ্যন্তরে তথ্যের প্রচারণা ও সতর্ক বার্তা/ পূর্বাভাস প্রচার, অপসারণ, উদ্ধার ও প্রাথমিক ত্রাণ কার্য পরিচালনা বিষয়ে মহড়া অনুষ্ঠানের ব্যবস্থাকরণ।
  • গ্রাম পর্যায়ে দূর্যোগের পূর্বাভাস ব্যাপক প্রচার করত: গণসচেতনতা সৃষ্টি করণ।

 
দূর্যোগকালে-

  • উপজেলা পর্যায়ে অপসারণ, উদ্ধার ও ত্রাণ সংক্রান্ত কর্মকান্ডের সমন্বয়ের জন্য জরুরী
  • পরিচালন কেন্দ্র’ (তথ্য কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ) পরিচালনা;
  • প্রয়োজন হলে, স্থানীয়ভাবে প্রাপ্য সুবিধাদি ব্যবহার করে উদ্ধার কার্য পরিচালনা এবং অন্যদের উদ্ধার কার্য পরিচালনার সমন্বয় সাধন, যদি দায়িত্ব দেয়া হয়;
  • দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ও জেলা কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা অনুসারে উপজেলা – কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন থেকে দূর্যোগের ফলে সংঘটিত ক্ষতির উপাত্ত সংগু্রহ ও যাচাইকরণ; কর্মকর্তা বা অন্যকোন যোগ্য ব্যক্তিবর্গ দ্বারা সমীক্ষা পরিচালনা করে তথ্য বিন্যাসের মাধ্যমে প্রয়োজন ও অগ্রাধিকার নির্ধারণ;
  • জেলা কর্তৃপক্ষের নিকট ক্ষতি,প্রয়োজন ও প্রাপ্য সম্পদ এবং ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন সংক্রান্ত বিবরণ/ উপাত্ত সরবরাহকরণ;
  • স্থানীয় পর্যায়ে পুনর্বাসন কাজের জন্য ঝুঁকি হ্রাসকরণের সম্ভাব্য ব্যবস্থাসহ সতর্কতার সঙ্গে পরিকল্পনা প্রণয়ন;
  • দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো ও জেলা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে স্থানীভাবে বা ত্রাণ অধিদপ্তর/ অন্য উৎস্য থেকে প্রাপ্ত সম্প, বস্ত্তনিষ্ঠভাবে নিরূপিত প্রয়োজনের ভিত্তিতে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্য বরাদ্দ ও বিতরণের ব্যবস্থা গ্রহণ;
  • ত্রাণ ওপুনর্বাসন সংক্রান্ত সহায়তা সামগ্রী বিবরণের বিষয় তদারকি ও হিসাবাদি সংরক্ষণ এবং তা জেলা কর্তৃপক্ষ ও অন্যান্য ত্রাণ প্রদানকারী সংস্থাসমূহের নিকট প্রেরণ;
  • উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
  • এছাড়া ও দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী আদেশাবলী এবং উপযুক্ত কর্তৃপক্ষের তাৎক্ষনিক আদেশ অনুসরণ করবে।

 
তথ্যসূত্র: DoF, Bangladesh

Answer for উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও এর দায়িত্ব-কর্তব্য কি কি?