মস্তক হলুদ রোগ চিংড়ির প্রধানত বাগদার একটি মারাত্মক রোগ যা Yellow Head নামক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে হয়ে থাকে। যকৃত অগ্ন্যাশয় গ্রন্হি, ফ্যাকাশে হবার ফলে মস্তক হলুদ বর্ণ ধারণ করে। পোনা মজুদের ২৫-৩০ দিনের মধ্যে এ রোগ ধরা পড়ে। এরোগে ও ব্যাপক আকারে চিংড়ি মারা যায়।
 
 
চিকিসা প্রতিকার
এরোগে চিকিৎসায় ঔষধে কাজ হয়না। ফাইটো ফ্লাংকটন চাষ করলে এ রোগ অনেকটা নিয়ন্তণে রাখা যায়।

প্রতিরোধ
খামারের তলদেশে ভালমত রোদে শুকিয়ে চাষ করে ব্লিচিং পাউডার/চুন দিয়ে ভাল করে মাটি শোধন করে নিতে হবে।
 
 
তথ্যসূত্র: ais.gov.bd

Answer for চিংড়ির মস্তক হলুদ রোগ কি?