এটা চিংড়ির প্রধানত বাগদার এক মারাত্নক ব্যাকটেরিয়া জনিত রোগ। পুকুরের অত্যধিক জৈব পদার্থ থাকার কারণে এ রোগ হয়। চিংড়ির খোলস লেজ ও ফুলকায় কাল কাল দাগ হয়। খোলসের গায়ে ছিদ্র হয়। পরবর্তীতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে চিংড়ি মারা যায়।

চিকিসা প্রতিকার
দ্রুত পানি পরিবতন এবং প্যাডেল হুইলের সাহায্যে বায়ু সঞ্চালনের রোগের প্রকোপ কমে যায়। মিথাইল ব্লু (২-৫ পিপিএম) পানিতে ব্যবহার করে রোগ নিরাময় করা যায়।

প্রতিরোধ
পুকুরের তলায় পঁচা কাদা মাটি তুলে, ভাল মত শুকিয়ে  ‍চুন-সার দিয়ে পুকুর ভালভাবে প্রস্তুত করতে হবে।
 
তথ্যসূত্র: ais.gov.bd

Answer for বাগদার কাল দাগ রোগ কেন হয়? প্রতিকার কি?