ক্ষত বা ঘা এর পরিমাণ কম হলে বা কম সংখ্যক মাছে দেখা দিলে
- পুকুরের পানিতে শতকপ্রতি ১ কেজি চুন ও ০.৫ কেজি লবণ আলাদাভাবে পানিতে গুলে ছিটাতে হবে এবং/অথবা
- পুকুরের পানিতে শতকপ্রতি ১০ গ্রাম পটাশ সার ছিটাতে হবে
তবে ক্ষতের পরিমাণ বেশী হলে ক্ষতযুক্ত মাছ পুকুর থেকে তুলে ফেলতে হবে বা বেশিরভাগ মাছে ক্ষত দেখা দিলে সব মাছ তুলে ফেলে নতুন করে চাষ শুরু করাই ভাল।
তথ্যসূত্র:
- কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
Answer for থাই সরপুটি মাছের ঘা বা ক্ষত রোগের প্রতিকার কি?