ফরমালিনের ব্যবহারঃ
যুক্তরাষ্ট্রের Champion Encyclopedia এর তথ্যমতে, কেবল যুক্তরাষ্ট্রে-ই বছরে ৮.২ বিলিয়ন পাউন্ড এর অধিক ফরমালিন তৈরি হয় এবং বিশ্বব্যাপী এর বার্ষিক উৎপাদন ১৬ বিলিয়ন পাউন্ড এরও বেশি। বিশ্বব্যাপী মোট উৎপাদিত ফরম্যালডিহাইড এর ৬০ শতাংশ কাঠ এবং কনস্ট্রাকশন কারখানায় যেমন ইউরিয়া-ফরমালডিহাইড, ফেনল- ফরম্যালডিহাইড, মেলামাইন- ফরমালডিহাইড, গ্লুরেজিন এবং কঠিন কারক বা শক্ত কারক (stiffness) হিসাবে ব্যবহৃত হয়। ৩০ শতাংশ ফরমালিন chemical intermediate যেমন: ফেন্টাইরাইথ্রিটল, হেক্রামিথাইল ইনটিট্রামাইন, বিউটানিডিয়ল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় যা দ্বারা অন্যান্য বাণিজ্যিক রাসায়নিক পদার্থ তৈরি হয়। ৭ শতাংশ ফরমালডিহাইড থার্মোপ্লাষ্টিক রেজিন উৎপাদনে ব্যবহৃত হয় এবং ২ শতাংশ পোশাক শিল্পে বা আবরণ (apparel) শিল্পে যেমন: পোশাক বা সার্ট সাদাকারক, ফিনিসার, শক্তকারক, চামড়ার ভাজ বা রেখা দূরকারক এবং মচমচে ভাব (crispness of appearance) তৈরির জন্য ব্যবহৃত হয়। ১ শতাংশ ফরমালডিহাইড প্রিজারভেটিভ এডিটিভ হিসাবে সাবান, লোশন, শ্যাম্পু তৈরির সময় ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী মৃত দেহ সংরক্ষণের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য উপকরণ হচ্ছে ফরমালিন। ধারণা করা হয় যে, ফরমালিন ১৮৯৯ সাল হতে মৃত মানবদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মৃত দেহ সংরক্ষণে ফরমালিনের ব্যবহার ১ শতাংশেরও অনেক কম। এছাড়াও নিম্নলিখিত কাজে ফরমালিন ব্যবহৃত হয়-

  • ফরম্যালডিহাইড পার্টিক্যাল বোর্ড, প্লাইউড, ফাইবার বোর্ড, আঠা, কাগজের কোটিং, স্থায়ী প্রেস ফেব্রিক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়;
  • এটি বাণিজ্যিক ছত্রাকনাশক (fungicide), জীবাণুনাশক (germicide) এবং ডিজ-ইনফেকট্যান্ট (disinfectant) হিসেবে ব্যবহৃত হয়। মাছের প্রোটোজোয়া এবং ছত্রাকজণিত রোগের চিকিৎসায়ও ফরমালিন ব্যবহৃত হয়। চিংড়ি ও কার্প হ্যাচারীতে জীবানুনাশক হিসেবে ফরমালিন নির্ধারিত মাত্রায় ব্যবহার হয়।
  • USA এর Food and Drug Administration ফরমালিনের ৩ ধরণের প্রোডাক্টকে পরজীবিনাশক এবং ছত্রাকনাশক হিসেবে US food fish aquaculture এ ব্যবহারের অনুমতি দিয়েছে;
  • রসায়ন শিল্পে ফেনল-মিথান্যাল বা ফেনল-ফরম্যালডিহাইড প্লাস্টিক বা ব্যাকেলাইট নামক প্লাস্টিক ও ইফরিয়া- ফরম্যালডিহাইড প্লাস্টিক বা ফরমিকা তৈরিতে ব্যবহৃত হয়;
  • আয়না প্রস্ত্ততিতে বিজারক হিসেবে, রঞ্জক দ্রব্যের শিল্পোৎপাদনে মিথান্যাল ব্যবহৃত হয়;
  • ল্যাবরেটরীতে প্রিজারভেটিভ হিসেবে ফরমালিন ব্যবহৃত হয়।

 
তথ্যসূত্র: DoF

Answer for ফরমালিন কি কাজে লাগে?