ফরমালডিহাইড বা মিথানল (Methanal) এর ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। প্রায় ৫০০০ সে. তাপমাত্রায় উত্তপ্ত সিলভার অথবা কপার প্রভাবকের উপর দিয়ে মিথানলের বাষ্প ও বায়ুর মিশ্রণকে চালনা করলে মিথানল আংশিক জারিত হয়ে মিথানল ও পানি বাষ্প উৎপন্ন হয়। ঐ মিথানল গ্যাসকে পানিতে চালনা করলে উৎপন্ন হয় এর ৩০-৪০% জলীয় দ্রবণ যা ফরমালিন নামে পরিচিত ।
 
তথ্যসূত্র: DoF

Answer for ফরমালিন কী?