ইকথায়োপথেরিয়াস (Ichthyoptherius) নামক এককোষী পরজীবীর আক্রমণে এই রোগ হয়ে থাকে।
আক্রান্ত মাছগুলোকে ১ পিপিএম মাত্রার তুঁতের (কপার সালফেট) দ্রবণে গোসল করানো অথবা ৫০ পিপিএম মাত্রার ফরমালিনে গোসল দেয়া অথবা শতকরা ২.৫ ভাগ লবণ পানিতে কয়েক মিনিটের জন্য (যতক্ষণ পর্যন্ত মাছ লাফিয়ে না পড়ে)  গোসল দেয়ার মাধ্যমে আক্রান্ত মাছকে এই পরজীবী মুক্ত করা সম্ভব।
তথ্যসূত্র: DoF

Answer for রুই জাতীয় মাছে সাদা দাগ রোগ কেন হয়? প্রতিকারই বা কী?