দ্রুত বৃদ্ধি অর্থাৎ মাছের বর্ধিত উৎপাদন নিশ্চিত করার জন্য মাছের সূষম খাবারে প্রয়োজনীয় উপাদান থাকা আবশ্যক। আবার এসকল উপাদানের মধ্যে আমিষের চাহিদা বেশি। মাছের খাদ্য তৈরিতে যেসব উপাদান ব্যবহার করা হয় তার প্রত্যেকটিতে খাদ্যের বিভিন্ন উপাদান যেমন শর্করা, চর্বি ও খনিজ লবণ কমবেশি বিদ্যমান থাকে। এসব খাদ্য উপরকণ দ্বারা আমিষের চাহিদা পূরণ হলে অন্যান্য পুষ্টি উপাদানের তেমন কোন অভাব পরিলক্ষিত হয় না। বয়স ভিত্তিক শিং ও মাগুর মাছের আমিষের শতকরা চাহিদা ধানি ও অঙ্গুলি পোনা এবং বয়স্ক মাছের জন্য যথাক্রমে ৪০, ৩৫ এবং ৩০ ভাগ।
Answer for শিং ও মাগুর মাছের পুষ্টি চাহিদা কেমন?