আরও বিস্তারিত জানালে এবিষয়ে উত্তর দেয়া সহজ হত। সাধারণত দুটি প্রধান কারণে মাছ মারা যায়। কারণ দুটি হচ্ছে –

  1. পানির গুণাগুণ খারাপ হয়ে যাওয়া: দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়া, ক্ষতিকর গ্যাস বেড়ে যাওয়া ইত্যাদি
  2. মাছ রোগাক্রান্ত হওয়া: শীতজনিত রোগ, পরজীবীজনিত রোগ, পুষ্টির অভাবজনিত রোগ ইত্যাদি

এ দুটি বিষয়ের মধ্যে কোনটি হচ্ছে তা যাচাই করে প্রয়োজনমত ব্যবস্থা গ্রহণ করুন।

Answer for হটাৎ পুকুরে প্রতিদিন 2/3 টি করে মাছ মারা যাচ্ছে