বর্তমানে খাবারের দাম প্রচুর । তাই বাইরের আলাদা খাবার দিয়ে মাছ চাষ করতে গেলে লাভ বলতে কিছুই থাকে না ।
আমি জানতে চাচ্ছি, এক একর পুকুরে তেলাপিয়া চাষ করলে আলাদা খাবার ছাড়া এক বছরে একটি ফসল ঘরে তোলা সম্ভব ? এভাবে আলাদা খাবার ছাড়া চাষ করলে এক বছরে তেলাপিয়ার ওজন কত হবে ?
আলাদা খাবার ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে তেলাপিয়া চা করা সম্ভব ?