QuestionsCategory: Aquacultureবাংলাদেশের অঞ্চলভেদে পুকুরের মাটির বৈশিষ্ট্য তথা গুণাগুণ সম্পর্কে জানতে চাই
Anonymous asked 10 years ago
বাংলাদেশের অঞ্চলভেদে পুকুরের মাটির বৈশিষ্ট্য তথা গুণাগুণ সম্পর্কে জানতে চাই
1 Answers
Anonymous answered 10 years ago

অঞ্চলভেদে মাটির গুণাগুণ

 

ক্রম অঞ্চল মাটির প্রকার মাটির ধরণ* মাটির বর্ণ উৎপাদনশীলতা
বরেন্দ্র, মধুপুর গড়, সাভার, গাজীপুর, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীর অংশ বিশেষ এটেল, কাদা ও বালিযুক্ত কাদা বেশি অম্লীয় লাল ও বাদামী প্রাকৃতিক উৎপাদনশীলতা কম
যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, ঢাকা ও বরিশালের কিয়দংশ পলিযুক্ত এটেল ক্ষারীয় হালকা ও বাদামী গাঢ় ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা বেশি
ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, রংপুর, বগুড়া, পাবনা ও ফরিদপুরের কিয়দংশ পলিযুক্ত দো-আঁশ নিরপেক্ষ থেকে ক্ষারীয় ধূসর ও গাঢ় ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা তুলনামূলক বেশি
রংপুর-দিনাজপুরের কিয়দংশ, মানিকগঞ্জ, গাইবান্ধা, ফরিদপুর ও টাঙ্গাইলের কিয়দংশ বালি ও বালিযুক্ত পলি কিছুটা অম্লীয় ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা তুলনামূলক কম
নদী সন্নিকটস্থ অঞ্চল বালিযুক্ত পলি অম্লীয়/ ক্ষারীয়/ নিরপেক্ষ ধূসর থেকে কালচে ধূসর প্রাকৃতিক উৎপাদনশীলতা তুলনামূলক কম
উপকূলীয় অঞ্চলসমূহ পলি ও কাদার ভাগ বেশি অম্লীয় কালো বা ছাই রং প্রাকৃতিক উৎপাদনশীলতা কম

* পিএইচ এর ভিত্তিতে

 

তথ্যসূত্র: DoF

Answer for বাংলাদেশের অঞ্চলভেদে পুকুরের মাটির বৈশিষ্ট্য তথা গুণাগুণ সম্পর্কে জানতে চাই