QuestionsCategory: Aquacultureসার প্রয়োগের পরও পানি রং সবুজ হচ্ছে না, এখন আমি কী করবো?
Anonymous asked 9 years ago
সার প্রয়োগের পরও পানি রং সবুজ হচ্ছে না, এখন আমি কী করবো?
1 Answers
Anonymous answered 9 years ago

সাধারণত সার প্রয়োগ করলে পুকুরের পানির বর্ণ সবুজ হয়ে থাকে তবে হার্ডনেসে করণে এমনটি নাও হতে পারে। সেক্ষেত্রে নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করে পুকুরের পানির হার্ডনেস পরীক্ষা করে ফলাফল অনুযায়ী ও মৎস্য কর্মকর্তার পরামর্শমতো ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি নিয়মিত ভাবে মাছকে সম্পুরক খাদ্য খাওয়াতে হবে।
এছাড়াও সারের গুণগত মান ঠিক আছে কিনা সেবিষয়ে খোঁজ খবর করতে হবে।

Answer for সার প্রয়োগের পরও পানি রং সবুজ হচ্ছে না, এখন আমি কী করবো?