1 Answers
পানিতে ফাইটো ও জু প্লাঙ্কটন বেশি হলে পানির রং বাদামী সবুজ হয়ে থাকে। এটা ক্ষতিকর নয়। তবে বাদামী সবুজের স্তর পড়লে সাময়িকভাবে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে। সেই সাথে সাময়িকভাবে খাদ্য প্রয়োগও বন্ধ রাখতে হবে। স্তর চলে গেলে আবার শুরু করতে হবে।
তবে দীর্ঘ সময়কাল ধরে পানির বর্ণ বাদামী সবুজ থাকলে প্লাঙ্কটনভোজী বিশেষত জুপ্লাঙ্কটন ভোজী মাছ ছাড়া যেতে পারে। যেমন- রুই। বেশিরভাগ রুইজাতীয় মাছের পোনা ১১ সেন্টিমিটার পর্যন্ত শুধু জুপ্লাঙ্কটন খায়। তাই পোনাও ছাড়া যেতে পারে।
Answer for আমার পুকুরের পানির রং বাদামী সবুজ হয়েছে, করণীয় কি?