আমার ১৩৯ শতাংশের পুকুরের অধিকাংশ এলাকায় জলের উপরিভাগে একটা লালচে বাদামী রংএর স্তর তৈরী হয়েছে| সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ওটা দেখতে পাওয়া যায় না| আবার দিনের বেলা যদি বৃষ্টি হয় তাহলেও ওই লালচে বাদামী রং এর স্তরটি দেখতে পাওয়া যায় না| কি করলে পরে,ওটা থেকে মুক্তি পাব?
পুকুরের জলের উপরে কেবলমাত্র দিনের বেলায় বাদামী বর্ণের স্তর দেখা যায়, প্রতিকার কী?