QuestionsCategory: Aquacultureপুকুরের জলের উপরে কেবলমাত্র দিনের বেলায় বাদামী বর্ণের স্তর দেখা যায়, প্রতিকার কী?
Anonymous asked 10 years ago

আমার ১৩৯ শতাংশের পুকুরের অধিকাংশ এলাকায় জলের উপরিভাগে একটা লালচে বাদামী রংএর স্তর তৈরী হয়েছে| সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ওটা দেখতে পাওয়া যায় না| আবার দিনের বেলা যদি বৃষ্টি হয় তাহলেও ওই লালচে বাদামী রং এর স্তরটি দেখতে পাওয়া যায় না| কি করলে পরে,ওটা থেকে মুক্তি পাব?

পুকুরের জলের উপরে কেবলমাত্র দিনের বেলায় বাদামী বর্ণের স্তর দেখা যায়, প্রতিকার কী?