QuestionsCategory: Aquacultureপুকুরের পানির বর্ণ থেকে কি প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি জানা যায়? গেলে কিভাবে?
Anonymous asked 10 years ago
পুকুরের পানির বর্ণ থেকে কি প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি জানা যায়? গেলে কিভাবে?
1 Answers
Anonymous answered 10 years ago

পুকুরের পানির বর্ণ দেখে মাচের প্রাকৃতিক  খাদ্যের উপস্থিতি সহজেই জানা যায়। যেমন-

পানির বর্ণ প্রাকৃতিক খাদ্যের পরিমাণ ও প্রকৃতি মাছ চাষে উপযোগিতা
স্বচ্ছ উদ্ভিদ-প্ল্যাংঙ্কটন নাই ভাল নয়
সবুজাভ পরিমাণমত উদ্ভিদ-প্ল্যাংঙ্কটন আছে ভাল
ঘন সবুজ অতিরিক্ত উদ্ভিদ-প্ল্যাংঙ্কটন আছে ক্ষতিকর
বাদামী সবুজ পরিমাণমত উদ্ভিদ ও প্রাণি-প্ল্যাংঙ্কটন আছে উত্তম
ধূসর সবুজ অল্প উদ্ভিদ-প্ল্যাংঙ্কটন ও ভাসমান পলিকণা বিদ্যমান কম উপযোগি
মরচে লাল মাছের খাদ্য নয় এমন উদ্ভিদ-প্ল্যাংঙ্কটন বিদ্যমান উপযোগি নয়।

 

তথ্যসূত্র: DoF

Answer for পুকুরের পানির বর্ণ থেকে কি প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি জানা যায়? গেলে কিভাবে?