1 Answers
হ্যাঁ, মানুষের মত মাছেরও ভিটামিনের প্রয়োজন হয়। ভিটামিনের অভাবে মাছ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হতে পারে। ভিটামিন এ, ডি ও কে এর অভাবে মাছ অন্ধ হতে পারে এবং হাড় বাঁকা রোগে আক্রান্ত হয়ে থাকে। ভিটামিন ছাড়াও আমিষের ঘাটতি দেখা দিলেও মাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায়। এবং অচিরেই মাছ নানা রোগের কবলে পড়ে।
এসব রোগে আক্রান্ত মাছকে খাবারের সাথে প্রয়োজনীয় মাত্রায় সুনির্দিষ্ট ভিটামিন ও খনিজ লবণ মিশিয়ে খাওয়ানো হলে যথাশিগগিরই মাছের শারীরিক সুস্খতা পুনরুদ্ধার সম্ভব হয়।
Answer for মানুষের মত মাছেরও কি ভিটামিনের প্রয়োজন হয়?