দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য:

তুলনীয় বৈশিষ্ট্য দ্বিস্তরী প্রাণী ত্রিস্তরী প্রাণী
কোষীয় স্তর এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তর উপস্থিত। এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামক তিনটি স্তর উপস্থিত।
মেসোগ্লিয়ার উপস্থিতি এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে মেসোগ্লিয়া মেজোডার্মে পরিণত হয় ফলে মেসোডার্ম অনুপস্থিত।
ভ্রূণস্তরের কোষের পরিণতি কোষগুলো কোন কলা বা অঙ্গ গঠন করে না কোষগুলো বিভিন্ন কলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে।
দেহ নালী বা গহ্বর দেহাভ্যন্তরে একটিমাত্র নালী দেখা যায় যা সিলেন্টেরন নামে পরিচিত দুটি নালী উপস্থিত। বৃহৎ পরিধীর নালীটি সিলোম নামে পরিচিত। এর মধ্যবর্তীস্থানে পৌষ্টিক নালী নামক আরও একটি নালী থাকে। একটি মোটা নলের মাঝে একটি চিকন নল স্থাপন করালে যেমনটি হয়।
দেহ নালী বা গহবরের নাম সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর সিলোম

 

Answer for দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর পার্থক্য কি কি?