চিংড়ি রোগের সাধারণ লক্ষণ:

  • চিংড়ি পুকুরের পাড়ের কাছে বিচ্ছিন্ন ও অলস অবস্থায় ঘোরা ফেরা করলে।
  • খাদ্য গ্রহণ কমিয়ে দিলে বা একেবারে বন্ধ করলে, খাদ্য নালী শূন্য থাকলে।
  • ফুলকায় কালো বা হলদে দাগ পড়বে বা অস্বাভাবিক রং দেখা দিলে।
  • ফুলকা পঁচন ধরলে।
  • পেশী সাদা বা হলদে হয়ে গেলে।
  • চিংড়ির ‘খোলস’ নরম হয়ে গেলে
  • হাত পা বা মাথার উপাঙ্গ ও গেতে পঁচন ধরলে।
  • চিংড়ির খোলস এবং মাথায় সাদা সাদা দাগ হলে।
  • চিংড়ি হঠাৎ বা ধীরে ধীরে মরে গেলে।

তথ্যসূত্র: ais.gov.bd

 

Answer for চিংড়ি রোগের সাধারণ লক্ষণগুলো কি কি?