জাত পুঁটির শ্রেণীবিন্যাস (Classification)
Phylum – Chordata
Class- Osteichthyes
Order- Cypriniformes
Family- Cyprinidae
Genus- Puntius
Species- P. sophore
জাত পুঁটির স্থানীয় নাম: জাত পুঁটি
ইংরেজী নাম: Spotfin swamp barb
বাহ্যিক বৈশিষ্ট্য
পুঁটি মাছের ৭টি প্রজাতির মধ্যে জাত পুঁটি চাষের জন্য উপযোগী। এ মাছের দেহ চাপা ও পিছনের অংশ সরু। দেহের নিম্নভাগ সাদা কিন্তু উপরিভাগ উজ্জ্বল ছাই থেকে সবুজাভ ছাই বর্ণের হয়ে থাকে। মুখ ছোট ও কোন গোঁফ নেই। কানকোর ঠিক পিছনেই পৃষ্ঠ পাখনা ও পৃষ্ঠ পাখনার নিচেই বক্ষ পাখনা অবস্থিত। দেহে দু’টি কালো গোল ফোঁটা আছে, যার একটি কানকোর পিছনে ছোট কালো ফোঁটা অন্যটি বড় কালো ফোঁটা যা পায়ূ পাখনার উপরে থাকে। শিরদাঁড়া রেখা অসম্পূর্ণ। এ পুঁটি গড়ে ৫ সেমি. ও সর্বোচ্চ ১৪ সেমি. হয়ে থাকে। মলাসহ অন্যান্য ছোট মাছ অথবা রুই জাতীয় মাছের সাথে চাষ করে ভাল উৎপাদন পাওয়া যায়।
আবাসস্থল
এ মাছ সব ধরণের জলাশয়ে বাস করে। তবে প্রধানতঃ নদী, প্লাবনভূমি, ধান ক্ষেত, বিল, বাঁওড়, খাল এবং পুকুর বেশী পাওয়া যায়।
খাদ্য ও খাদ্যাভ্যাস
জাত পুঁটি সাধারণত মধ্যস্তরের খাদ্য খায়। পূর্ণ বয়স্ক জাতপুঁটি প্লাংকটনিক শেওলা, রোটিফার, ক্রাস্টাসিয়ানস্, পোকামাকড়, জলজ আগাছা, পেরিফাইটোন, বালি ও কাঁদাযুক্ত ডেব্রিজ ইত্যাদি খেয়ে থাকে।
পরিপক্কতা ও প্রজনন
এ মাছের প্রজনন মৌসুম হলো মে থেকে অক্টোবর। ডিম ধারণ ক্ষমতা ৩২৬০ থেকে ৩১২৮০টি।
তথ্যসূত্র: DoF, Bangladesh
Answer for জাত পুঁটির জীববিদ্যা জানতে আগ্রহী